• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বিশ্বে খাদ্য সংকটের জন্য দায়ী পুতিন: জেলেনস্কি

প্রকাশ:  ২৮ মে ২০২২, ১৪:৪১
আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বে খাদ্যের সংকটের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দায়ী বলে মন্তব্য করেছেন করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। তিনি অভিযোগ করে বলেন, ইউক্রেনের বন্দর অবরোধ করে দুই কোটি ২০ লাখ টন খাদ্যশস্য রপ্তানি রাশিয়া আটকে দিয়েছে। সূত্র: সিএনএন।

ভোলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনের প্রায় অর্ধেক খাদ্যশস্য রপ্তানি বর্তমানে আটকে আছে। আজভ ও কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে রপ্তানির প্রধান রুটটি অবরোধ করে রেখেছে রাশিয়া।

এর আগে ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। হামলা শুরুর পর কয়েক সপ্তাহের মধ্যেই পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের বহু শহর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়।

এরইমধ্যে ইউক্রেনের একাধিক অঞ্চল দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বিশ্ব,খাদ্য সংকট,ভোলোদিমির জেলেনস্কি,ইউক্রেন,প্রেসিডেন্ট,ভ্লাদিমির পুতিন,রাশিয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close