• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

কঙ্গোতে অস্ত্র বিক্রির অভিযোগে ১১ জনের মৃত্যুদণ্ড

প্রকাশ:  ২৮ মে ২০২২, ১৫:০৯
আন্তর্জাতিক ডেস্ক

কঙ্গোতে বিদ্রোহী গোষ্ঠীর কাছে অস্ত্র বিক্রির অভিযোগে আটজন সেনা সদস্য ও তিনজন বেসামরিক লোককে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির সামরিক আদালত। এছাড়া দুই বেসামরিক লোককে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। খবর: আল জাজিরা।

শুক্রবার (২৭ মে) প্রকাশ্যে তাদের মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়।

আদালতের সভাপতি কর্নেল কেলি ডায়াঙ্গা অপরাধীদের সহযোগিতা, যুদ্ধাপরাধ এবং বিদ্রোহমূলক আন্দোলনে অংশগ্রহণের জন্য দোষী সাব্যস্ত হওয়া তিন কর্মকর্তাসহ আটজন সেনা সদস্যের মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হয় আরো তিনজন বেসামরিক লোককে। তাদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ। এছাড়া দুই বেসামরিক লোককে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাক্ষ্য-প্রমাণ না থাকায় খালাস পেয়েছেন আরো একজন সেনা সদস্য ও একজন বেসামরিক লোক।

কঙ্গোর পূর্বাঞ্চলে ১২০টিরও বেশি সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে বলে দাবি করা হচ্ছে। যেখানে বেসামরিক লোকদের গণহারে হত্যা করা বর্তমান সময়ে একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মৃত্যুদণ্ড,অভিযোগ,কঙ্গো,বিক্রি,অস্ত্র
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close