• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

তুরস্কের দাবি নাকচ রাশিয়ার

প্রকাশ:  ০৬ জুলাই ২০২২, ১৮:০৮ | আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৯:৫১
আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন থেকে শস্য বোঝাই করে নিয়ে যাওয়া একটি রাশিয়ার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ আটকের দাবি করেছিল তুরস্ক। এবার তুরস্কের ওই জাহাজ আটকের ওই জাহাজ আটকের দাবি নাকচ করে দিয়েছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্স বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ ব্যাপারে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ঝিবেক ঝোলিকে তুরস্কের কারাসু বন্দরে চুরি করা ইউক্রেনীয় শস্য বহনের সন্দেহে আটক করা হয়েছে, এমন খবর মিথ্যা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলেক্সি জাইতসেভ বলেন, ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলেছে ঝিবেক ঝোলি বের্দিয়ানস্কের দখলকৃত বন্দর থেকে শস্য বহন করছে। কিন্তু জাহাজটি ‘সঠিক নিয়ম মেনেই’ চলছে।

তুরস্কে ইউক্রেনের রাষ্ট্রদূত রোববার জানান, তুর্কি কর্তৃপক্ষ ঝিবেক ঝোলিকে আটক করেছে।

এর আগে শুক্রবার রাশিয়ার দখলকৃত বার্দিয়ানস্ক বন্দর থেকে ইউক্রেনীয় শস্য বহনকারী রাশিয়ার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ঝিবেক ঝোলিকে আটক করার জন্য ইউক্রেন তুরস্ককে অনুরোধ করেছিল বলে ইউক্রেনের এক কর্মকর্তা জানিয়েছিলেন। এছাড়া রয়টার্স এ সংক্রান্ত নথিও দেখেছে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দেশটির নৌ প্রশাসনের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে জানান, ওই রুশ জাহাজ প্রায় সাড়ে চার হাজার টন শস্যের প্রথম প্রথম চালন নিয়ে যাচ্ছিল। ওই শস্য ইউক্রেনের বলে দাবি করেছিলেন তিনি।

এর আগেও রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন থেকে শস্য চুরির অভিযোগ এনেছিল কিয়েভ।

পূর্বপশ্চিমবিডি/এআই

তুরস্ক,রাশিয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close