• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

পদত্যাগে রাজি বরিস জনসন

প্রকাশ:  ০৭ জুলাই ২০২২, ১৪:৪৭ | আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৭:৫৭
নিজস্ব প্রতিবেদক

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দল থেকে পদত্যাগ করতে রাজি হয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আজকেই তিনি রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টি থেকে পদত্যাগ করবেন। জনসনের পদত্যাগের ফলে শরৎ অর্থাৎ আগামী অক্টোবরের মধ্যে নতুন নেতা নির্বাচিত করবে কনজারভেটিভ পার্টি। এরপর ওই মাসেই দলের সম্মেলনে দেশটিতে নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত করা হবে।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বরিস জনসনের পদত্যাগ করতে রাজি হওয়া মানে, দেশটির কনজারভেটিভ পার্টির নতুন নেতৃত্বের জন্য দৌড়ঝাপ শুরু হওয়া।

ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়েছে, মধ্যাহ্নভোজের পূর্বেই প্রধানমন্ত্রী জনসন পদত্যাগ নিয়ে একটি বিবৃতি দিবেন।

পূর্বপশ্চিম- এনই

বরিস জনসন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close