• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সিঙ্গাপুর পৌঁছালেন গোতাবায়া রাজাপাকসে

প্রকাশ:  ১৪ জুলাই ২০২২, ১৯:৩৮ | আপডেট : ১৪ জুলাই ২০২২, ১৯:৪২
নিজস্ব প্রতিবেদক

চরম অর্থনৈতিক সংকটের কারণে ব্যাপক গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালানো শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুর পৌঁছেছেন।

মালদ্বীপ থেকে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার পর তিনি দেশটিতে পৌঁছান। খবর চ্যানেল নিউজ এশিয়ার।

স্থানীয় সময় রাত আটটার দিকে সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাজাপাকসে ‘ব্যক্তিগত সফরে’ সিঙ্গাপুর এসেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তিনি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেননি এবং তাকে কোনো আশ্রয় দেওয়া হয়নি। সিঙ্গাপুর সাধারণত রাজনৈতিক আশ্রয় প্রার্থনা মঞ্জুর করে না।

রাজাপাকসে মালদ্বীপের মালে থেকে সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট ৭৮৮ এ করে স্থানীয় সময় রাত ৭.২০ মিনিটের দিকে সিঙ্গাপুর পৌঁছান।

সিঙ্গাপুরের পুলিশ এক বিবৃতিতে জানায়, রাজাপাকসে এখানে ‘ব্যক্তিগত সফরে এসেছেন’। ওনার কাছে সোশ্যাল ভিজিট পাস রয়েছে। জনগণ, সিঙ্গাপুরের নাগরিক, বাসিন্দা, ওয়ার্ক পাসধারী এবং সোশ্যাল ভিজিট পাস যাদের আছে তারা সবাই স্থানীয় আইন মানতে বাধ্য।

শ্রীলঙ্কানরা ৩০ দিনের কম সময় ভ্রমণের জন্য সিঙ্গাপুরে ভিসা ছাড়া যাওয়ার অনুমতি পেয়ে থাকেন।

মঙ্গলবার মধ্যরাতে গণরোষের মুখে পড়ে সামরিক একটি বিমানে মালদ্বীপে পালিয়ে যান গোতাবায়া। এর আগে তিনি গত সোমবারও আকাশ ও সমুদ্র পথে দেশ ছাড়তে চেয়েছিলেন। কিন্তু তখন তাকে দেশ ছাড়তে দেওয়া হয়নি। মালদ্বীপে পৌঁছালে সেখানেও প্রবাসী শ্রীলঙ্কান এবং স্থানীয়রা তাকে আশ্রয় দেওয়ায় বিক্ষোভ করে।

পূর্বপশ্চিম- এনই

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট,শ্রীলঙ্কা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close