• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ভারতের নতুন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু

প্রকাশ:  ২১ জুলাই ২০২২, ২১:২৮
পূর্বপশ্চিম ডেস্ক

ভারতের ১৫তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। ইতিহাস গড়ে তিনিই দেশটির প্রথম আদিবাসী হিসেবে প্রেসিডেন্টের চেয়ারে বসতে যাচ্ছেন।

বৃহস্পতিবার (২১ জুলাই) প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশের পর দ্রৌপদী মুর্মুকে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনে দেশটির বিরোধী দলগুলোর প্রার্থী ছিলেন যশবন্ত সিনহা আর বিজেপি তথা এনডিএর প্রার্থী ছিলেন দ্রৌপদী মুর্মু।

এর আগে, গত সোমবার ভারতের পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেওয়ার জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী যশবন্ত সিনহার থেকে অনেকটাই এগিয়ে থেকে জয়ী হন দ্রৌপদী মুর্মু।

নির্বাচনে দ্রৌপদী পেয়েছেন ৮১২টি ভোট, যশবন্ত ৫২১টি ভোট।

ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই। দেশটির সংবিধানের ৬২ অনুচ্ছেদ অনুযায়ী এ পদ পূরণ করতে সোমবার (১৮ জুলাই) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, পরাজয় মেনে নিয়ে দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় প্রার্থী যশবন্ত সিংহা। আগামী ২৫ জুলাই শপথ নেবেন দ্রৌপদী। তার একদিন আগে বর্তমান প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হয়ে যাবে।

দ্রৌপদী মুর্মু ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত ঝাড়খণ্ডের প্রথম নারী গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন । উড়িষ্যার একটি পশ্চাৎপদ জেলার ময়ূরভঞ্জ গ্রামের এক দরিদ্র পরিবারে জন্ম নিয়েছেন তিনি। শত প্রতিকূলতা সত্ত্বেও তিনি লেখাপড়া চালিয়ে গেছেন। সাঁওতাল পরিবার থেকে এসেছেন দ্রৌপদী মুর্মু।

পূর্বপশ্চিম- এনই

দ্রৌপদী মুর্মু,ভারতের প্রেসিডেন্ট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close