• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

২৪ ঘণ্টায় বিশ্বে ৮ লাখের বেশি আক্রান্ত

প্রকাশ:  ২২ জুলাই ২০২২, ১০:০৮
আন্তর্জাতিক ডেস্ক

দুই বছরেরও বেশি সময় বিশ্বজুড়ে তাণ্ডব চালানো প্রাণঘাতী ভাইরাস করোনার প্রকোপ কিছুটা কমলেও ভাইরাসটির আক্রমণ এখনো থেমে নেই। সারা বিশ্বে এখন ভাইরাসটিতে সংক্রমিত হচ্ছেন লাখ লাখ মানুষ। মৃতের তালিকাটাও প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে।

গত ২৪ ঘণ্টা সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে প্রাণ হারিয়েছেন দেড় হাজারেরও বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৮ লাখ ১৮ হাজার ৪৬৪ জনের দেহে।

একদিতে দৈনিক সংক্রমণের শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে মৃতের সংখ্যার দিক থেকে শীর্ষ স্থানে আছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল।

২০১৯ সালের শেষ দিকে শুরু হওয়া এই মহামারিতে মোট সংক্রমণ ও মৃত্যুর হিসেবেও শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত একদিনে প্রায় ১ লাখ ৭১১ জনের করোনা শনাক্ত হয়েছে। বিপরীতে মৃত্যু হয়েছে ২৫১ জনের।

এ নিয়ে এখন পর্যন্ত মোট ৯ কোটি ১৯ লাখ ৪২ হাজার ৭৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে দেশটিতে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৫১ জনকে নিয়ে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১০ লাখ ৫১ হাজার ২৩৫ জনে।

শুধু যুক্তরাষ্ট্রই নয় বিশ্বজুড়ে আবারও মহামারির প্রকোপ প্রত্যক্ষ করছেন বাসিন্দারা। প্রায় শতভাগ টিকাদান ও কঠোর লকডাউনের পরও ইউরোপ জুড়ে বেড়েছে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ।

গত একদিনে বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ১৮ হাজার ৪৬৪ জনের। এই সময়ে মৃত্যু হয়েছে ১৫৪৫ জনের। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৯ হাজার ৮৯০ জন মানুষ।

গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। এই সময়ে দেশটিতে মারা গেছেন ২৭১ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৭৬ হাজার ৫৫১ জনে।

করোনাভাইরাসের লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫৭ কোটি ২৩ লাখ ১১ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৯৭ হাজার ৭১১ জনের। অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৫৪ কোটি ২৫ লাখ ১৩ হাজার ৫২৭ জনের বেশি মানুষ।

মহামারি শুরুর প্রায় এক বছর পর টিকা আবিষ্কার করতে সক্ষম হন বিজ্ঞানীরা। তারপর থেকে করোনার ঢেউ অনেকটা কমে আসে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ করোনা টিকার বুস্টার ডোজের ওপর জোর দিচ্ছে। করোনার প্রকোপ থেকে অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরেছে বিশ্ব। এখন পর্যন্ত বিশ্বের যেসব দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল সবই প্রায় তুলে নেয়া হয়েছে।

পূর্বপশ্চিম/ম

করোনা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close