• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘সুইডেন এখনো কথা অনুযায়ী কাজ করেনি’

প্রকাশ:  ২৮ জুলাই ২০২২, ২১:১৪
আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসোগলু বলেছেন, সুইডেন এখন পর্যন্ত কোনো জঙ্গিকে তুরস্কের হাতে তুলে দেয়নি।

গত জুন মাসের শেষের দিকে ন্যাটোর সম্মেলনে তুরস্ক, ফিনল্যান্ড এবং সুইডেন একটি ত্রিপক্ষীয় চুক্তি করে।

সেই চুক্তিতে ফিনল্যান্ড-সুইডেন সম্মত হয়- ফিনল্যান্ড-সুইডেনে যেসব জঙ্গি বসবাস করে এবং তুরস্ক যাদের ফেরত চায় তাদের তুরস্কের হাতে তুলে দেওয়া হবে। এর বদলে ফিনল্যান্ড-সুইডেনকে ন্যাটোতে যোগ দেওয়ার অনুমোদন দেবে তুরস্ক।

কিন্তু ন্যাটো সম্মেলনে করা সেই চুক্তি অনুযায়ী এখনো কোনো কাজ করেনি সুইডেন। বুধবার এমনটিই জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

ইউক্রেনে রাশিয়া হামলা করার পর নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন করে ফিনল্যান্ড-সুইডেন। কিন্তু এতে তীব্র বিরোধীতা জানায় তুরস্ক। তারা জানায়, নর্ডিক অঞ্চলের দেশ ফিনল্যান্ড-সুইডেন কুর্দিস জঙ্গিদের মদদ দেয়, অস্ত্র সহায়তা দেয়।

কিন্তু যখন ফিনল্যান্ড-সুইডেন তুরস্ককে জানায় তারা এক হয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করবে। তখন তুরস্ক নিজেদের ভেটো তুলে নেয়।

তুরস্কের পক্ষ থেকে পরবর্তীতে আবার বলা হয়, ফিনল্যান্ড-সুইডেন যদি তাদের দেওয়া কথা না রাখে তাহলে তুরস্ক ন্যাটোর অনুমোদন দেবে না।

এদিকে চুক্তি অনুযায়ী সুইডেনের কাছে ৭৩ জন জঙ্গিকে ফেরত চেয়েছে তুরস্ক। অন্যদিকে ফিনল্যান্ডের কাছে আরও কয়েক ডজন জঙ্গিকে ফেরত চেয়েছে আঙ্কারা।

সূত্র: রয়টার্স, আল আরাবিয়া

পূর্বপশ্চিমবিডি/এআই

সুইডেন,তুরস্ক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close