• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ফের করোনায় আক্রান্ত সোনিয়া গান্ধী

প্রকাশ:  ১৩ আগস্ট ২০২২, ২০:০৪
ডেস্ক রিপোর্ট

ফের করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী। দলটির যোগাযোগ বিভাগের প্রধান এমপি জয়রাম রমেশের একটি টুইট বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

টুইট বার্তায় জয়রাম রমেশ বলেন, কংগ্রেস সভানেত্রী শ্রীমতি সোনিয়া গান্ধীপ করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। সরকারি প্রটোকল অনুযায়ী তিনি আইসোলেশনে থাকবেন।

এদিকে কংগ্রেসের পক্ষ থেকেও এক টুইট বার্তায় বলা হয়েছে, দলের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার দ্রুত সুস্থতা এবং ভালো স্বাস্থ্য কামনা করা হয়েছে।

এর আগে গত জুনেও একবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সোনিয়া গান্ধী। সে সময় ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনিভাবে অর্থ লেনদেনের সাথে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাকে তলব করলে তিনি উপস্থিত হতে পারেননি। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তাকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। সাম্প্রতিক সময়ে যোগাযোগ বিভাগের প্রধান পাওয়ান খেরা, দলের এমপি অভিশেক মানু সিংভিসহ কংগ্রেসের বেশ কয়েকজন নেতা-কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

কিছুদিন আগেই সোনিয়া গান্ধীর মেয়ে এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রও করোনাভাইরাসে আক্রান্ত হন। সে সময় প্রিয়াঙ্কা গান্ধী নিজেই করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এক টুইটার বার্তায় তিনি জানান, করোনার রিপোর্ট পজিটিভ, তবে তার মৃদ্যু উপসর্গ রয়েছে। তিনি নিজ বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে সব কাজ করছেন বলেও জানান তিনি।

পূর্বপশ্চিমবিডি/এআই

করোনা,সোনিয়া গান্ধী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close