• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

শ্রীলঙ্কায় ফিরছেন গোতাবায়া

প্রকাশ:  ১৭ আগস্ট ২০২২, ১৫:৫৪
আন্তর্জাতিক ডেস্ক

অর্থনৈতিক সংকটের পর ব্যাপক বিক্ষোভের মুখে দেশ ছাড়েন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। কয়েক দেশ ঘুরে এখন তিনি অবস্থান করছেন থাইল্যান্ডে। সেখান থেকে আগামী সপ্তাহে দেশে ফিরবেন তিনি।

রাশিয়ায় নিযুক্ত থাকা সাবেক শ্রীলঙ্কান রাষ্ট্রদূত উদয়াঙ্গা ভিরাতুঙ্গা বুধবার সিআইডিতে সফরের সময় এ কথা জানান। শ্রীলঙ্কান সংবাদমাধ্যম নিউজফার্স্টের বরাত দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স।

গত মাসে ব্যাপক বিক্ষোভের মুখে দেশ ছেড়ে মালদ্বীপে আশ্রয় নেন গোতাবায়া। সেখান থেকে সিঙ্গাপুরে যান তিনি। সিঙ্গাপুর গিয়ে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন রাজাপাকসে পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ এই সদস্য। সিঙ্গাপুরে ভিসার মেয়াদ শেষ হলে উড়ে গিয়েছেন থাইল্যান্ডে। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি।

শ্রীলঙ্কা কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে। নগদ ডলার না থাকায় নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে দেশটির সরকার। সাধারণ মানুষ গণতান্ত্রিক সংস্কার এবং দেশের অর্থনৈতিক পতনের সমাধানের দাবিতে কয়েক মাস ধরে ব্যাপক বিক্ষোভ করেছে।

পূর্বপশ্চিম/ম

শ্রীলঙ্কা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close