• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ইতালির নির্বাচনে প্রভাব ফেলতে চাইছে রাশিয়া

প্রকাশ:  ১৯ আগস্ট ২০২২, ২১:৩১
আন্তর্জাতিক ডেস্ক

ইতালিতে আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন। বর্তমানে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মারিও দ্রাগির নেতৃত্বাধীন জোট সরকারে ভাঙন দেখা দিলে সরকার ভেঙে দেওয়া হয়। এখন দেশটিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে।

আর এ নির্বাচনের আগে ১৯ আগস্ট ইতালির শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো প্রথম পাতায় বিশেষ সতর্কতা দিয়ে বলেছে, ইতালির নির্বাচনে প্রভাব ফেলতে চাইছে রাশিয়া।

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে নিরাপত্তা কাউন্সিলের চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বৃহস্পতিবার ইউরোপের সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলেন, তারা যেন তাদের ‘স্টুপিড’ সরকারদের ‘শাস্তি’ দেয়। মানে ক্ষমতা থেকে সরিয়ে দেয়।

আর এরপরই ইতালির গণমাধ্যমে সরতর্কতা দেওয়া হলো- রাশিয়া ইতালির নির্বাচনে প্রভাব ফেলতে চেষ্টা চালাচ্ছে। যেন ইতালিতে রুশপন্থি কেউ ক্ষমতায় আসেন।

ইউরোপের সাধারণ মানুষদের উদ্দেশ্য করে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেন, ইউরোপের প্রতিবেশীরা, চুপ থেকো না, বিচার দাবি কর।

মেদভেদের এমন মন্তব্যের ব্যাপারে ইতালির গণমাধ্যম দ্য রিপাবলিকা তাদের শিরোনামে লিখেছে, ‘হস্তক্ষেপ।’

বিখ্যাত গণমাধ্যম কোরিরে দেল্লা সেরা তাদের শিরোনামে লিখেছে, ‘ভোটের আগে রাজনীতির পানি উত্তপ্ত করছে রাশিয়া।’

সূত্র: দ্য গার্ডিয়ান

পূর্বপশ্চিমবিডি/এআই

ইতালি,রাশিয়া,নির্বাচন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close