• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

দিল্লির ‘রবিনহুড’ গ্রেপ্তার

প্রকাশ:  ২৩ আগস্ট ২০২২, ২২:২৭ | আপডেট : ২৩ আগস্ট ২০২২, ২২:৫৬
আন্তর্জাতিক ডেস্ক

তিনি দিল্লির ‘রবিনহুড’। তার একমাত্র লক্ষ্য ছিল ধনী এলাকা। শুধুমাত্র ধনীদের বাড়ি থেকেই টাকা, গয়না চুরি করতেন তিনি। আর চুরির টাকার একটা অংশ হাতে তুলে দিতেন গরিব মানুষদের হাতে। আর এ কারণেই তার নাম হয় দিল্লির রবিনহুড।

সম্পর্কিত খবর

    তবে ডিজনির রবিনহুডের সঙ্গে তার কিছুটা পার্থক্য আছে। ডিজনির রবিন হুড লুট করা সব কিছু বিলিয়ে দিতেন। নিজের জন্য কিছুই রাখতেন না।

    কিন্তু দিল্লির রবিনহুড চুরি করা সিংহভাগই রাখতেন নিজের জন্য। ধর্ষণ ও হত্যাসহ প্রায় ১৬০টির মত অপরাধ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

    রাজধানী দিল্লির বুকে ২৭ বছরের ওয়াসিম আকরাম ওরফে লম্বু পুলিশের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। একের পর এক চুরির খবর আসে প্রভাবশালী ধনী ব্যক্তিদের বাড়ি থেকে। পুলিশ বুঝতেও পারে কে করছে এসব।

    গোপনে খবর পেয়ে তাকে ধরতেও গেছে পুলিশ। কিন্তু নাগাল পায়নি। কারণ লম্বু যেখানে থাকতেন সেখানকার মানুষই তাকে আগে থেকে খবর দিয়ে দিত পুলিশের গতিবিধি সম্পর্কে। ফলে পুলিশ আসার আগেই সেখান থেকে পালাতেন তিনি।

    চলতি বছরের জুনে পুলিশ গ্রেফতার করতে গেলে গুলি ছুড়ে পালান আকরাম। অবশেষে গত শুক্রবার তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

    পূর্বপশ্চিমবিডি/এআই

    দিল্লির ‘রবিনহুড’
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close