• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ইউক্রেনে বড় মিশন নিয়ে ভাবছে ইইউ

প্রকাশ:  ২৩ আগস্ট ২০২২, ২৩:০১ | আপডেট : ২৩ আগস্ট ২০২২, ২৩:০৩
আন্তর্জাতিক ডেস্ক

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিবেশী দেশগুলোতে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণের জন্য একটি মিশন শুরুর কথা বিবেচনা করছে বলে ইইউয়ের শীর্ষ কূটনীতিক জোসেপ বোরেল বলেছেন। ইইউয়ের প্রতিরক্ষা মন্ত্রীরা ২৯ আগস্ট প্রাগে একটি বৈঠকের সময় বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলেও জানিয়েছেন তিনি।

সোমবার স্পেনের স্যান্টান্ডারে একটি ফোরামের ফাঁকে বোরেল বলেন, আমি আশা করছি মিশনটি অনুমোদন করা হবে। অবশ্যই এটা একটা বড় মিশন হবে। সংঘাতের বিভিন্ন পর্যায় নিয়েই প্রোগ্রামটি পরিচালিত হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, এটা যুক্তিসঙ্গত মনে হচ্ছে যে যুদ্ধ শেষ করার জন্য কেবল যুদ্ধ উপকরণ সরবরাহের ক্ষেত্রেই নয়, সেনাবাহিনীকে সংগঠিত করার জন্য প্রশিক্ষণ এবং সহায়তার জন্য প্রচেষ্টার প্রয়োজন হয়।

যুদ্ধ ও ব্রিটেন ইতোমধ্যে ইউক্রেনীয় সেনাদের পশ্চিমা অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছে। তাদের শেখানো হচ্ছে যুদ্ধ কৌশলও। বার্তা সংস্থা ইউরাক্টিভ ইইউ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইউক্রেনের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীরা গত গ্রীষ্মে বোরেলকে একটি প্রশিক্ষণ কর্মসূচির জন্য একটি চিঠি লিখেছিলেন। ইইউ এ ব্যাপারে ‘বেশ কয়েকটি বিকল্প ভেবেছে’।

অবশ্য রাশিয়া জোর দিয়ে বলেছে, ইউক্রেনকে পশ্চিমা সামরিক সহায়তা আরও বেশি হতাহতের দিকে নিয়ে যাবে তবে সংঘাতের গতিপথ পরিবর্তন করবে না।

পূর্বপশ্চিমবিডি/এআই

ইউক্রেন,ইইউ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close