• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা জেলেনস্কির

প্রকাশ:  ২৪ আগস্ট ২০২২, ১৮:১৩
পূর্বপশ্চিম ডেস্ক

ইউক্রেনের স্বাধীনতা দিবসের ভাষণে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমার দেশ রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করে যাবে এবং এতে কোনো ছাড় বা আপস করা হবে না।

সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভের ৩১ বছর উদযাপনের সময় রুশ আগ্রাসন মোকাবিলা করছে ইউক্রেন। এমন পরিস্থিতিতে ভাষণ দেওয়ার সময় আবেগাক্রান্ত হয়ে পড়েন জেলেনস্কি। তিনি ইউক্রেনীয়দের বলেন, রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেনের ‘পুনর্জন্ম’ হয়েছে এবং মস্কোর কবল থেকে স্বাধীনতার জন্য লড়াই বন্ধ হবে না।

জেলেনস্কি বলেন, ছয় মাস ধরে আমরা অবস্থান ধরে রেখেছি। এটি কঠিন; কিন্তু আমরা আমাদের শক্তি বজায় রেখেছি, আমাদের লক্ষ্যের জন্য লড়াই করে যাচ্ছি। প্রতিটি নতুন দিন হলো হার না মানার কারণ। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর শেষ পর্যন্ত লড়াই না করার কোনো অধিকার আমাদের নেই।

স্বাধীনতা দিবসটি উৎসবের রঙে রঙিন থাকার কথা থাকলেও এ বছর ‘আতঙ্কের’ মধ্যে দিনটি পালন করছেন সাধারণ ইউক্রেনীয়রা। কারণ যুক্তরাষ্ট্র সতর্কতা দিয়ে জানায়, স্বাধীনতা দিবসকে উপলক্ষ্য করে রাজধানী কিয়েভসহ বেশ কিছু অঞ্চলে হামলা চালাতে পারে রুশ সেনারা।

পূর্বপশ্চিম- এনই

জেলেনস্কি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close