• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

যুক্তরাষ্ট্রে ৮০ লাখ শিক্ষার্থীর শিক্ষাঋণ মওকুফ

প্রকাশ:  ২৬ আগস্ট ২০২২, ১৯:৩৭
পুর্বপশ্চিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রায় ৮০ লাখ শিক্ষার্থীর শিক্ষাঋণ আংশিক মওকুফ করার ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এর আওতায় শিক্ষার্থীরা ১০ থেকে ২০ হাজার ডলার ঋণ মওকুফের সুবিধা পাবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত বুধবার নিজের টুইটার ও ফেসবুকে শিক্ষার্থীদের ঐতিহাসিক এ ঋণ মওকুফ পদক্ষেপের ঘোষণা দেন।

খবর আলজাজিরার।

হোয়াইট হাউজ মনে করছে, এতে ঋণগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে বলে মনে করছে । বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীও এই ঋণ মওকুফের সুবিধা পাবেন। এ ঘোষণায় খুশি দেশটির ঋণগ্রস্ত শিক্ষার্থীরা।

২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানের সময় বাইডেন এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে ২০ হাজার ডলার পর্যন্ত ঋণ মওকুফের ঘোষণা দিলেন তিনি। তিনি মনে করেন, রিপাবলিকানরা সমর্থন দিলে এ সিদ্ধান্ত অনেক আগেই নেয়া সম্ভব হতো।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা খরচ খুবই বেশি। বেশিরভাগ শিক্ষার্থীই শিক্ষাঋণ নিয়ে পড়াশোনা করেন। নানা কারণে সেই ঋণ তারা অনেকেই সময়মতো পরিশোধ করতে পারেন না। এমন ঋণগ্রস্ত শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে ৪ কোটি।

পূর্বপশ্চিম- এনই

যুক্তরাষ্ট্র,শিক্ষাঋণ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close