• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

খাবার দিতে দেরি হওয়ায় মেয়েকে হত্যা

প্রকাশ:  ২৮ আগস্ট ২০২২, ২৩:৩৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রতীকী ছবি

ভারতের উত্তরপ্রদেশে খাবার দিতে দেরি হওয়ায় মেয়েকে হত্যা করার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুর থানা এলাকায়। আজ রবিবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার।

পুলিশ সূত্রের খবর অনুযায়ী, ৫৫ বছর বয়সী মুহাম্মদ ফরিয়াদের ছয় সন্তান। সম্প্রতি রেশমার বিয়ে ঠিক হয়। আগামী ৪ সেপ্টেম্বর তার বিয়ের কথা ছিল।

প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, খাবার চেয়ে মেয়েকে তাড়া দিয়েছিলেন মুহাম্মদ ফরিয়াদ। কেন খাবার দিতে দেরি হচ্ছে, তা নিয়ে মেয়ের প্রতি রেগে জানান তিনি।

এ নিয়ে মেয়েকে বেশ কিছু কথাও শুনিয়ে দেন। রেশমা প্রতিবাদ করলে বাবা-মেয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। রাগের মাথায় একটি ধারালো অস্ত্র দিয়ে মেয়েকে আঘাত করেন ফরিয়াদ। এতে ঘটনাস্থলেই রেশমার মৃত্যু হয়।

এই ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩০২ সহ একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এআই

ভারত,মেয়েকে হত্যা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close