• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

তীব্র গরমে পথচারীদের জন্য ছাত্রলীগের ফ্রি শরবত

প্রকাশ:  ২৯ এপ্রিল ২০২৪, ২২:৫২ | আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ২৩:২৩
সাভার প্রতিনিধি

তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। অসহনীয় এই তাপপ্রবাহ থেকে শিক্ষার্থী, পথচারী, রিকশাচালক, ভ্যানচালক ও বিভিন্ন শ্রমজীবী মানুষদের স্বস্তি দিতে বিনামূল্যে স্যালাইন পানি ও শরবত বিতরণ করছে আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগ।

রবিবার দুপুরে ছাত্রলীগ নেতা হানিফের পক্ষ থেকে আশুলিয়ার চারাবাগ এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

শরবত খেয়ে স্বস্তি প্রকাশ করে সোলাইমান নামের এক পথচারী বলেন, ‘গরমে খুব কষ্ট হচ্ছিল। এখানকার তরুণেরা ডেকে শরবত খাওয়ালো। এখন খুব স্বস্তি হচ্ছে। ওদের জন্য দোয়া করি।’

ভ্যানচালক মামুন হোসেন বলেন, ‘সারাদিন ভ্যানে রোদের মধ্যে পুড়তে হয়। এই রোদে খুব কষ্ট হয়, চারাবাগ স্টান্ডে আসতেই কয়েকজন ছেলে ঠান্ডা শরবত খাওয়ালো। প্রাণটা জুড়িয়ে গেছে।’

এসময় উদ্যোগ নেওয়া ছাত্রলীগ নেতা হানিফ বলেন, 'তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনসাধারণ। বিশেষ করে দিনমজুর খেটে খাওয়া মানুষেরা পড়ছে চরম বিপাকে। রাস্তায় বেড় হলে প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত হচ্ছেন তারা। এতে করে হিটস্ট্রোকের সম্ভবনা রয়েছে। তাদের কথা ভেবেই শরীর শীতল রাখার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়। '

কর্মসূচিত উপস্থিত ছিলেন, আশুলিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুল হাসান, ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাওসার, ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সোবহান মাদবর, সোহাগসহ ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরা।

ছাত্রলীগ,আশুলিয়া,তীব্র তাপদাহ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close