• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গুয়েতেমালায় পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু

প্রকাশ:  ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩২ | আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৭
আন্তর্জাতিক ডেস্ক

গুয়েতেমালার কোয়েটজাল্টেনানগো শহরে একটি কনসার্টে পদদলিত হয়ে নয়জনের মৃত্যু ও আহত হয়েছেন অন্তত আরো ২০ জন। বৃহস্পতিবার (১৫ সেপ্টম্বর) দেশটির স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এই কানসার্টের আয়োজন করা হয়। খবর: আল-জাজিরার।

গুয়েতেমালা রেডক্রস টুইটারে ঘটনাস্থলের ছবি প্রকাশ করেছে। তাতে দেখা যায়, চিকিৎসাকর্মীরা আহতদের সাহায্য করছেন। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সও দেখা যায়। এ ঘটনায় ৯ জন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছেন বলে গুয়েতেমালা রেডক্রস এবং স্বেচ্ছাসেবী দমকল কর্মীরা নিশ্চিত হয়েছেন।

ন্যান্সি কুয়েমি নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, কনসার্টে হাজার হাজার মানুষ অংশ নেন। বৃষ্টির কারণে অনেক কাদা ছিলো সেখানে। সে কারণেই মানুষজন নড়তে পারেনি এবং পড়ে যায়।

তিনি বলেন, তারা (আয়োজকরা) পুরো এলাকা ঘিরে দেয়, ঢোকা-বের হওয়ার জন্য কেবল দু’টি পথ রাখে। আমার কাছে এটি যথেষ্ট সংকীর্ণ মনে হয়েছে। এ কারণে আমি দূরে দাঁড়িয়ে ছিলাম এবং কনসার্ট শেষে বের হওয়ার সিদ্ধান্ত নেই।

কোয়েটজাল্টেনানগোর সিটি ম্যানেজার আমিলকার রিভাস বলেন, মানুষের ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার ক্ষেত্রে আয়োজকদের কোনো নিয়ন্ত্রণ ছিলো না। তবে কনসার্টের অনুমতি ছিলো।

১৮২১ সালের ১৫ সেপ্টেম্বর স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে মধ্য আমেরকিার দেশ গুয়েতেমালা।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মৃত্যু,গুয়েতেমালা,কনসার্ট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close