• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

লিফটে পা আটকে শিক্ষিকার মৃত্যু

প্রকাশ:  ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৬
আন্তর্জাতিক ডেস্ক

লিফটের ভেতরে একটি পা। বাইরে পুরো শরীর। সেই অবস্থাতেই চলতে শুরু করল সেটি। গুরুতর আহত ২৬ বছরের স্কুলশিক্ষিকাকে হাসপাতালে ভর্তি করার পরই মারা গেলেন।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ভারতের মহারাষ্ট্রের পশ্চিম মালাডের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে।

স্কুল সূত্রে জানা গেছে, গিনেল ফার্নান্ডেজ নামের ওই শিক্ষিকা শুক্রবার দুপুর একটার দিকে সাত তলা থেকে দোতলায় নামার জন্য লিফটে উঠেছিলেন। কিন্তু তার শরীরটি পুরোপুরি লিফটে ঢোকার আগেই সেটি উপর দিকে উঠতে শুরু করে। তার একটি পা লিফটে ঢুকলেও বাকি শরীর বাইরে ছিল।

দেয়াল এবং লিফটের মধ্যে আটকে যান ওই তরুণী শিক্ষিকা। তার চিৎকার শুনে ছুটে আসেন স্কুলের নিরাপত্তারক্ষী এবং শিক্ষার্থীরা। তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে ভর্তি করার পরই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু করেছে। লিফটে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

লিফট,শিক্ষিকা,মৃত্যু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close