• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হিজাব না পরায় প্রেসিডেন্টের সাক্ষাৎ পেলেন না সাংবাদিক

প্রকাশ:  ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩১ | আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৪:৪৪
আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন নিউজ টেলিভিশন সিএনএনের প্রখ্যাত নারী সাংবাদিক ক্রিসটেইন আমানপউর হিজাব পড়ে না আসায় তাকে সাক্ষাৎকার দেননি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। খবর বিবিসির।

নিউইয়র্কে ইরানের প্রেসিডেন্টের পূর্ব নির্ধারিত সাক্ষাৎকারটি নিতে গেলে তার ব্যক্তিগত কর্মকর্তা ক্রিসটেইন আমানপউরকে হিজাব পড়ে আসতে বলেন। এতে তিনি অপমানিত বোধ করে চলে যান। এসময় তিনি বলেন, এর আগে ইরানের বাইরে দেশটির কোনো প্রেসিডেন্ট সাক্ষাৎকারের জন্য তাকে হিজাব পড়ে আসতে বলেননি।

এ সময় রাইসির ওই ব্যক্তিগত কর্মকর্তা সিএনএনের সাংবাদিককে হিজাব নিয়ে ইরানের বর্তমান পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেন।

হিজাব না পড়ায় মাহসা আমিনি নামে এক তরুণীকে দেশটির নৈতকতা পুলিশের হেফাজতে মারা গেছে। হিজাব ইস্যুতে ইরানের ৮০টিরও বেশি শহরে দাঙায় এ পর্যন্ত ৩১ জন প্রাণ হারিয়েছেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

সাংবাদিক,সাক্ষাৎ,হিজাব,প্রেসিডেন্ট,ইরান,সিএনএন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close