• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বাইডেনের ‘জেনোফোবিক’ মন্তব্যে জাপান-ভারতের প্রতিবাদ

প্রকাশ:  ০৫ মে ২০২৪, ১৬:৪৪
নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাপান ও ভারতকে ‘জেনোফোবিক’ বলে যে আখ্যা দিয়েছেন, তার কঠোর জবাব দিয়েছে দেশ দু’টি।

বাইডেনের এ মন্তব্যকে দুর্ভাগ্যজনক ও ভুল বলে পাল্টা জবাব দিয়েছে জাপান ও ভারত। এক বিবৃতিতে টোকিও জানিয়েছে, জাপানের নীতি যথাযথভাবে না জেনেই মন্তব্যটি করা হয়েছে।

এদিকে ভারত জো বাইডেনের মন্তব্য প্রত্যাখ্যান করে বলেন, ‘‌ভারত সবসময়ই ভিন্ন সমাজের লোকদের জন্য উন্মুক্ত এবং তাদের স্বাগত জানাতে সবসময় প্রস্তুত।’

এর আগে শুক্রবার (২ মে) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারত ও জাপানকে জেনোফোবিক বলে আখ্যা দেন, যার অর্থ বিদেশী বা অভিবাসীদের প্রতি ভীতি বা নেতিবাচক মনোভাব। তিনি জানান, যুক্তরাষ্ট্র অভিবাসীদের আমন্ত্রণ জানায় বলে তাদের অর্থনীতি ভালো অবস্থানে রয়েছে। এদিকে চীন, জাপান, রাশিয়া ও ভারতের অর্থনীতি যুক্তরাষ্ট্রের মতো নয় বলে দাবি করেন বাইডেন।

বাইডেন বলেন, ‘আমাদের অর্থনীতি কীভাবে এগিয়ে চলেছে। কারণ আমরা অভিবাসীদের আমন্ত্রণ জানাই। চীনের অর্থনীতির হাল কেন এত খারাপ। জাপানে এত সমস্যা কেন। কেন রাশিয়া ও ভারতের এ হাল? কারণ তারা সবাই জেনোফোবিক। তারা অভিবাসীদের চায় না।’

বাইডেনের এমন বক্তব্য নিয়ে মিত্র দেশগুলোর মধ্যে চাপা কূটনৈতিক ক্ষোভ বিরাজ করছে।

মার্কিন প্রেসিডেন্ট,জেনোফোবিক,অভিবাসী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close