• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কাবুলে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ৭

প্রকাশ:  ২৩ সেপ্টেম্বর ২০২২, ২৩:৪৫
আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদের সামনে বোমা বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৪০ জন।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) কাবুলের ওয়াজির আকবর খান মসজিদে জুমার নামাজের পর মুসল্লিরা যখন ওই মসজিদ থেকে বের হচ্ছিলেন, তখনই এ ঘটনা ঘটে।

প্রাথমিক খবর অনুযায়ী স্থানীয় একটি হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, বিস্ফোরণে আহত ১৪ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়।

এর আগে ন্যাটো ও বিদেশি দূতাবাসগুলো এ এলাকাতেই ছিলো। এটি রাজধানীর সবচেয়ে নিরাপত্তা বেষ্টিত এলাকা হিসেবে পরিচিত ছিলো।

কাবুল পুলিশের পক্ষ থেকে এ বিস্ফোরণের তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশের মুখপাত্র খালিদ জারদান বলেছেন, নামাজের পর লোকজন যখন মসজিদ থেকে বের হচ্ছিলেন, তখন বিস্ফোরণ ঘটানো হয়। এতে হতাহতের সবাই বেসামরিক।

কাবুলে জুমার নামাজে আসা মুসল্লিদের টার্গেট করে বোমা হামলার সবশেষ ঘটনা এটি। এসব বিস্ফোরণের ঘটনায় প্রায়ই জঙ্গি গোষ্ঠী আইএস দায় স্বীকার করে। তবে আজকের ঘটনায় এখনও কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। খবর পার্সটুডে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নিহত,বিস্ফোরণ,কাবুল,মসজিদ,বোমা,আফগানিস্তান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close