• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

চলতি বছরে ইসরাইলের হামলায় ১০০ ফিলিস্তিনির মৃত্যু

প্রকাশ:  ০২ অক্টোবর ২০২২, ১৫:৩১
আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে চলতি বছর কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন।

রোববার (২ অক্টোবর) পূর্ব জেরুজালেমে ১৮ বছর বয়সী এক তরুণকে গুলি করে হত্যা করা হয়। এর কিছুদিন আগেই আগেই ইসরাইলি বাহিনী জেনিনের একটি বাড়িতে ক্ষেপণাস্ত্র ছুড়লে একজন বন্দুকধারী এবং ৩ জন নিহত হন। এর মধ্য দিয়ে সংখ্যাটি একশতে পৌঁছায়।

এদিকে মানবাধিকার গোষ্ঠীগুলি জানিয়েছে, নিহত ফিলিস্তিনিদের মধ্যে এক পঞ্চমাংশ ছিল শিশু, যাদের মধ্যে সর্বকনিষ্ঠর বয়স ছিল ১৪। নিহত ১০০ জনের মধ্যে বেশিরভাগই ইসরায়েলি বাহিনীর দ্বারা তল্লাশি, গ্রেফতার এবং অভিযানের সময় গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। কিছুসংখ্যক মারা গেছে সশস্ত্র ইসরায়েলি নাগরিকদের গুলিতে। নিহতদের মোট সংখ্যার অর্ধেকেরও বেশি জেনিন এবং নাবলুস বা উত্তর পশ্চিম তীরের আশেপাশের গ্রামে বাস করেতেন। পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর পশ্চিম তীরে ১৯ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছেন। গত আগস্টে, ইসরাইল এবং ইসলামিক জিহাদের মধ্যে সামরিক যুদ্ধে গাজা উপত্যকায় ৪৯ ফিলিস্তিনি নিহত হন। নিহতদের বেশিরভাগই ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারিয়েছে।

এর ফলে বছরটি পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জন্য ২০১৫ সালের পর থেকে সবচেয়ে প্রাণঘাতী হতে চলেছে।

ইসরাইল,হামলা,ফিলিস্তিনি,মৃত্যু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close