• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

২ লাখ মানুষ সেনাবাহিনীতে যোগ দিয়েছে: রাশিয়া

প্রকাশ:  ০৪ অক্টোবর ২০২২, ২২:৩৭
আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু মঙ্গলবার বলেছেন, প্রেসিডেন্ট পুতিনের ডিক্রি জারির পর ২ লাখ মানুষ সেনাবাহিনীতে যোগ দিয়েছেন।

দুই সপ্তাহ আগে ভ্লাদিমির পুতিন রিজার্ভ সেনা (আংশিক) জড়ো করার ডিক্রি জারি করেন।

এরপর প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু জানান, প্রেসিডেন্টের ডিক্রি অনুযায়ী ইউক্রেনে যুদ্ধ করতে তিন লাখ মানুষকে জড়ো করা হবে।

২ লাখ মানুষ সেনাবাহিনীতে যোগ দেওয়ার ব্যাপারে প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, আজ পর্যন্ত ২ লাখেরও বেশি মানুষ সেনাবাহিনীতে যোগ দিয়েছে। আটটি প্রশিক্ষণ মাঠ এবং ছয়টি প্রশিক্ষণ কেন্দ্রে এসব সেনাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এদিকে সোমবার রাশিয়ার কাভারোভস্ক অঞ্চলের গভর্নর জানান, এই অঞ্চলে কয়েক হাজার মানুষকে সেনাবাহিনীতে যোগ দিতে নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু যারা এসেছিল তাদের অর্ধেককে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে কারণ তারা যুদ্ধ করতে ফিট না।

কাভারোভস্কের গভর্নর এমন তথ্য দেওয়ার পরের দিনই প্রতিরক্ষামন্ত্রী সোইগু জানালেন, ২ লাখ সেনাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সূত্র: আল জাজিরা

রাশিয়া,সেনাবাহিনী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close