• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

যে ‘অসম্ভব’ কাজের জন্য নোবেল পেলেন সেভান্তে পেবো

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০২২, ১৭:৩৯
নিজস্ব প্রতিবেদক

কল্পনা করুন, একটি ডিকশনারির সবগুলো পাতা একটি কাগজের শ্রেডারে ধ্বংস হয়ে গেছে এবং আপনাকে নতুন করে ডিকশনারিটি তৈরি করতে হবে। এবার কল্পনা করুন, ঐ ডিকশনারি থেকে কাগজের হাজার হাজার টুকরো অন্য বইয়ের কাগজের হাজার হাজার সাথে মিলে মিশে একাকার হয়ে গেছে।

এবার সেই কাগজের টুকরোর পাহাড়ের ওপর ঢেলে দিন এক কাপ কফি।

সম্পর্কিত খবর

    ফলাফল: একটি বিশাল কাগজের বল যাতে মিশ্রিত রয়েছে লক্ষ লক্ষ অক্ষর, অনেক ছাপা কাগজের ছোট ছোট অংশ, যার মানে বোঝা যায় না, এবং যেগুলো আলাদা করে পড়লে রীতিমতো বিভ্রান্ত হতে হয়।

    এখন, সেই ডিকশনারিটিকে আপনি কি আবার নতুন করে তৈরি করতে পারবেন?

    সুইডিশ বিজ্ঞানী সেভান্তে পেবো এভাবেই বর্ণনা করেছেন, নিয়ান্ডারথাল যুগের মানুষের বিলুপ্তির হাজার হাজার বছর পর তার ডিএনএর গঠন নকশা নতুন করে তৈরি করতে গিয়ে তিনি কী কঠিন সমস্যায় পড়েছিলেন।

    মানুষের বিবর্তনের বিষয়ে মৌলিক গবেষণার জন্য ড. সেভান্তে পেবোকে নোবেল পুরষ্কার দেয়া হয়।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close