• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

গ্রিস উপকূলে নৌকাডুবে ১৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

প্রকাশ:  ০৬ অক্টোবর ২০২২, ১০:৫০
আন্তর্জাতিক ডেস্ক

গ্রিসের উপকূলে নৌকাডুবে অন্তত ১৫ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

কোস্টগার্ড জানিয়েছে, লেসবসের পূর্বাঞ্চলীয় দ্বীপের কাছে প্রায় ৪০ জনকে বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর ১৫ মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় জীবিত উদ্ধার করা হয় পাঁচজনকে।

নৌকাটি লেসবসের পূর্ব দিকের সাগরে ডুবেছে। গ্রিসের এ দ্বীপটির অবস্থান তুরস্কের উপকূলের খুব কাছে। সাগরের ওই এলাকায় প্রবল বেগে বাতাস বইতে থাকায় উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে। গ্রিসের কোস্টগার্ডের একটি জাহাজ ও বিমানবাহিনীর একটি হেলিকপ্টার তল্লাশি ও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মৃত্যু,অভিবাসনপ্রত্যাশী,গ্রিস,উপকূল,নৌকাডুবে
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close