• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

মিয়ানমারের ‘অস্ত্র’ বাণিজ্যে মার্কিন নিষেধাজ্ঞা

প্রকাশ:  ০৭ অক্টোবর ২০২২, ১৮:৪৭
আন্তর্জাতিক ডেস্ক

গণতান্ত্রিক সরকার হটিয়ে ক্ষমতা দখল করা মিয়ানমারের জান্তা সরকারকে রাশিয়ার তৈরি অস্ত্র সরবরাহের অভিযোগে দেশটির একটি ব্যবসায়ী গ্রুপ ও তাদের প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরা।

বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি বিভাগ (রাজস্ব বিভাগ) জানিয়েছে, ডাইনেস্টি ইন্টারন্যাশনালের মালিক অং মো মিন্ট ও হ্লাইং মো মিন্ট এবং কোম্পানির পরিচালক মায়ো থিসারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই ব্যবসায়ীরা জান্তা সরকারের জন্য বেলারুশ থেকে অস্ত্র ও উড়োজাহাজ কিনতে চান। তারা যাতে অস্ত্র কিনতে না পারেন, এ জন্য তাদের নিষেধাজ্ঞার কালো তালিকায় রাখা হয়েছে। কারণ, এসব অস্ত্র মিয়ানমারের সেনাবাহিনীর নিপীড়নমূলক কাজে সহযোগিতা করবে।

সম্পর্কিত খবর

    ট্রেজারি বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা মিয়ানমারের জনগণের ওপর দেওয়া হয়নি, যারা দীর্ঘদিন ধরে জান্তা শাসকদের নিপীড়নের শিকার হয়ে আসছে।

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ‘মিয়ানমারের সেনাবাহিনী রাশিয়া ও বেলারুশের সঙ্গে সম্পর্ক স্থাপন করার পর সর্বশেষ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনকে যারাই সমর্থন করবে তাদের ওপর আমরা নিষেধাজ্ঞা অব্যাহত রাখব।’

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close