• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ইউক্রেনকে ১৩০ কোটি ডলার সহায়তার ঘোষণা আইএমএফের

প্রকাশ:  ০৮ অক্টোবর ২০২২, ১৭:০৬
আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেনের জন্যে জরুরি সহায়তা হিসেবে ১৩০ কোটি ডলার দেয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

শুক্রবার আইএমএফ এক বিবৃতিতে জানিয়েছে, এই সহায়তা ইউক্রেনের আমদানি-রপ্তানি সংক্রান্ত অর্থ পরিশোধসহ জরুরি প্রয়োজন মেটাতে সহায়তা করবে। এটি দেশটির সরকারকে ঋণদাতা ও দাতা সংস্থাগুলোর কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার প্রক্রিয়াকে সহজ করবে।

সম্পর্কিত খবর

    এক টুইট বার্তায় দেশটির প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি শুক্রবার এ অর্থ সহায়তার কথা নিশ্চিত করে বলেন, ‘সহায়তার এই অর্থ আজ ইউক্রেনে আসবে।'

    জরুরি মুহূর্তে ঋণদানকারী প্রতিষ্ঠান আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা ও নির্বাহী বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি।

    এদিকে ক্রিস্টালিনা জর্জিভা জানিয়েছেন, এই সহায়তার অর্থ অগ্রাধিকার ভিত্তিতে ব্যয়ের পাশাপাশি দেশটির আর্থিক খাতে স্থিতিশীলতা নিশ্চিতে ব্যয় করা হবে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close