• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নাইজেরিয়ায় বন্যায় ৫শ’ জনের মৃত্যু

প্রকাশ:  ১৩ অক্টোবর ২০২২, ১০:২০
আন্তর্জাতিক ডেস্ক

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় প্রবল বৃষ্টিপাত এবং দুর্বল অবকাঠামোর কারণে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত অন্তত ৫০০ জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন ১৪ লাখের বেশি মানুষ। খবর এএফপির।

মঙ্গলবার (১১ অক্টোবর) নাইজেরিয়ার মানবিক বিষয়ক মন্ত্রণালয় বলেছে, বন্যায় ১৪ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। মারা গেছেন প্রায় ৫০০ জন, আহত হয়েছেন আরো ১ হাজার ৫৪৬ জন। এছাড়া ৪৫ হাজার ২৪৯টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। নষ্ট হয়েছে ৭০ হাজার ৫৬৬ হেক্টর জমির ফসল।

জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মানজো এজেকিয়েল বুধবার (১২ অক্টোবর) বলেছেন, প্রাপ্ত এসব পরিসংখ্যান মূলত গত সপ্তাহান্তের। তিনি বলেন, যদিও বর্ষাকাল জুনের কাছাকাছি শুরু হয়েছে, তবে বেশিরভাগ মৃত্যু ও বাস্তুচ্যুত হওয়ার ঘটনা শুরু হয়েছিল আগস্ট-সেপ্টেম্বরের দিকে। সূত্র: এনডিটিভি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মৃত্যু,নাইজেরিয়া,বন্যা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close