• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

মিয়ানমারের কারাগারে বোমা বিস্ফোরণে নিহত ৮

প্রকাশ:  ১৯ অক্টোবর ২০২২, ১৯:০৯
আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারের ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারে বোমা বিস্ফোরণে আটজন নিহত হয়েছেন। খবর বিবিসির।

স্থানীয়রা বিবিসি বার্মিজকে জানান, বুধবার সকালে দুটি পার্সেল বোমা কারাগারের প্রবেশ পথে বিস্ফোরিত হয়। এতে কারাগারের তিনজন কর্মী এবং পাঁচজন দর্শনার্থী নিহত হন।

ইনসেইন মিয়ানমারের সবচেয়ে বড় কারাগার। এখানে প্রায় ১০ হাজার বন্দি রয়েছে। যার মধ্যে রয়েছেন অনেকে রাজনৈতিক বন্দি।

এদিকে এখনো কোনো গ্রুপ এ হামলার দায় স্বীকার করেনি। মিয়ানমারের কর্মকর্তারা জানিয়েছেন এ ঘটনায় আরও ১৮ জন আহত হয়েছেন।

কর্মকর্তারা আরও জানিয়েছেন, বোমাগুলো কয়েদি পোস্ট রুমে বিস্ফোরিত হয়। আরেকটি অবিস্ফোরিত বোমা পরবর্তীতে সেই রুম থেকে উদ্ধার করা হয়। বোমাটি একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর ছিল।

কর্মকর্তারা আরও জানিয়েছেন, যে পাঁচজন দর্শনার্থী নিহত হয়েছেন তারা সবাই নারী। তারা জেলে বন্দি আত্মীয়দের সঙ্গে দেখা করতে এসেছিলেন।

ইনসেইন কারাগারটি অত্যাধিক নিরাপত্তাবেষ্টিত। এটি সাবেক রাজধানীর অদূরে অবস্থিত। শত বছরের পুরনো কারাগারটি কয়েদিদের প্রতি অমানবিক আচরণ এবং দুরবস্থার জন্য কুখ্যাত।

সূত্র: বিবিসি

মিয়ানমার,কারাগার,বোমা বিস্ফোরণ,নিহত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close