• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ন্যান্সি পেলোসির স্বামীর ওপর সহিংস আক্রমণ

প্রকাশ:  ২৮ অক্টোবর ২০২২, ২৩:৩৪
আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসি তাদের ক্যালিফোর্নিয়ার বাড়িতে এক হামলাকারীর সহিংস আক্রমণের শিকার হয়েছেন।

শুক্রবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে। হামলাকারীকে আটক করা হয়েছে। হামলার কারণ কী, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পেলোসির কার্যালয়।

বিবৃতিতে বলা হয়েছে, ৮২ বছর বয়সী পলকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাকে ভালভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তিনি পুরোপুরি সেরে যাবেন বলে আশা করা হচ্ছে। হামলার ঘটনার সময় স্পিকার পেলোসি বাড়িতে ছিলেন না। ঘটনার পরপরই যারা দ্রুত ব্যবস্থা নিয়েছেন এবং হাসপাতালে যারা পলকে চিকিৎসা করছেন তাদের সবার প্রতি স্পিকার পেলোসি ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এমন একটি সময়ে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্যও পেলোসি সবাইকে অনুরোধ জানান বলে জানিয়েছেন তার মুখপাত্র।

প্রসঙ্গত, ন্যান্সি ও পল পেলোসি বিয়ে করেন ১৯৬৩ সালে। এ বছরের মে মাসে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পল একটি জিপকে ধাক্কা দেন। ওই ঘটনায় তিনি দোষী সাব্যস্ত হন। পল নিজে তার অপরাধের কথা স্বীকারও করে নিয়েছিলেন। এরপর ক্যালিফোর্নিয়ার নাপা কাউন্টিতেই তার পাঁচদিনের জেল হয়। যদিও জেলে তাকে মাত্র এক রাতই রাখা হয়েছিল। ওই ঘটনার পর এবার বাড়িতে তার ওপর হামলা হলো।

ন্যান্সি পেলোসি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close