• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

ইমরানকে গুলি করার কারণ জানালেন হামলাকারী

প্রকাশ:  ০৩ নভেম্বর ২০২২, ২০:৫৯
আন্তর্জাতিক ডেস্ক

জনগণকে বিভ্রান্ত করছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান, বিষয়টি মেনে নিতে না পারায় তার ওপর হামলা করেন বলে জানিয়েছেন সন্দেহভাজন ব্যক্তি। পিটিআই প্রধানকে হত্যার উদ্দেশ্যেই তিনি গুলি চালিয়েছিলেন। সূত্র: ডন।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম ডন’র খবরে বলা হয়, হামলার পর ওই ব্যক্তিকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি হামলার বিষয়টি স্বীকার করেন।

সন্দেহভাজন ব্যক্তি বলেন, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ইমরান খানকে হত্যা করার। শুধু তিনিই আমার টার্গেট ছিলেন, অন্য কেউ নন। ইমরান খান লাহোর ছেড়ে যাওয়ার পর তাকে আমি হত্যার পরিকল্পনা করেছিলাম।

এ সময় তার সঙ্গে কোনো সঙ্গী আছে কিনা জানতে চাওয়া হয়। তিনি জানান, তার সঙ্গে দ্বিতীয় কেউ ছিলো না। তিনি একাই এ হত্যাকাণ্ড চালাতে চেয়েছিলেন।

সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এর আগে পাঞ্জাবের ওয়াজিরাবাদে পিটিআই’র লংমার্চে হামলায় গুলিবিদ্ধ হন ইমরান খান। তাকে লাহোরের শওকত খানুম হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। হাসপাতালে জরুরি বিভাগে তার অস্ত্রোপচার হয়েছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।

হামলার এ ঘটনায় ইমরান ছাড়াও আরো দুইজন আহত হন। তারা হলেন- সিনেটর ফয়সাল জাভেদ ও আহমেদ চাত্তা। তারাও চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

হামলাকারী,গুলি,ইমরান খান,পাকিস্তান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close