• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

আল্লাহর ইচ্ছায় আবার লড়াই করবো: ইমরান

প্রকাশ:  ০৩ নভেম্বর ২০২২, ২১:১২ | আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ২১:১৫
আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান বলেছেন, আল্লাহ আমাকে আরো একটা জীবন দিলেন। আল্লাহর ইচ্ছায় আমি আবার লড়াই করবো। সূত্র: আল-জাজিরা।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) হাসপাতাল থেকে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

এর আগে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ দাবিতে লংমার্চের আগের দিন পাঞ্জাবের ওয়াজিরাবাদে এক সমাবেশে গুলিবিদ্ধ হন ইমরান খান। আহত হয়েছেন বেশ কয়েকজন পিটিআই নেতা। দলের এক কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে ডন।

সমাবেশস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় গুলিবিদ্ধ ইমরান খানকে। গুলিবিদ্ধ হয়েও অল্পের জন্য বেঁচে যান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। কারণ বন্দুকধারীর গুলি তার ডান পায়ে লেগেছে। এভাবে বেঁচে যাওয়ার কারণে তিনি আল্লাহর দরবারে শোকরিয়া জানিয়েছেন।

হামলার সময় ইমরানের কাছে থাকা নেতারা জানান, একে-৪৭ রাইফেল দিয়ে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।

পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী নিশ্চিত করে বলেন, ইমরান খান আশঙ্কামুক্ত, তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো অজ্ঞাত এক বন্দুকধারীকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে। জনগণকে বিভ্রান্ত করছিলেন পিটিআই প্রধান ইমরান খান, বিষয়টি মেনে নিতে না পারায় তার ওপর হামলা করেন বলে জানান গ্রেপ্তার সন্দেহভাজন ব্যক্তি। পিটিআই প্রধানকে হত্যার উদ্দেশ্যেই তিনি গুলি চালিয়েছিলেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পিটিআই,ইমরান খান,আল্লাহ,লড়াই,পাকিস্তান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close