• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

মেইল দিয়ে ছাঁটাই শুরু টুইটারে

প্রকাশ:  ০৪ নভেম্বর ২০২২, ১৩:৪৯
নিজস্ব প্রতিবেদক

টুইটারের মালিকানা হাতে পেয়েই একের পর এক বিস্ফোরণ ঘটিয়ে চলেছেন ইলন মাস্ক। এবার তিনি প্রতিষ্ঠানটি থেকে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন। কেবল তাই নয়, তিনি বিশ্বের বিভিন্ন দেশে থাকা টুইটারের কার্যালয়গুলো সাময়িকভাবে বন্ধ করেও দিতে পারেন। কর্মীদের প্রবেশাধিকারও সাময়িকভাবে কেড়ে নিতে পারেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সম্পর্কিত খবর

    কর্মীদের কাছে পাঠানো এক ই-মেইলে লোকবল ছাঁটাইয়ের বিষয়টি জানিয়ে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যম বলেছে, ‘টুইটারকে একটি সুস্থ-স্বাভাবিক পথে এগিয়ের নেওয়ার লক্ষ্যে আমরা শুক্রবার বিশ্বব্যাপী আমাদের লোকবল কামানোর কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাব।’ এর আগে গতকাল বৃহস্পতিবার কর্মীদের কাছে পাঠানো এক মেইলে বলেছে, ‘আপনি যদি অফিসে থাকেন কিংবা অফিসের পথে রওনা হয়ে থাকেন, তবে দয়া করে বাড়ি ফিরে যান।’

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close