• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প: নিহতের সংখ্যা বেড়ে ১৬২

প্রকাশ:  ২১ নভেম্বর ২০২২, ২৩:২৫
আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরো কয়েকশ মানুষ। এছাড়া ১৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। খবর বিসিসির।

সোমবার (২১ নভেম্বর) পশ্চিম জাভায় উৎপত্তি হওয়া ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি ৭৫ কিলোমিটার দূরের রাজধানী জাকার্তায়ও অনুভূত হয়।

দেশটির জিওফিজিক্স এজেন্সি (বিএমকেজি) জানায়, পশ্চিম জাভার সিয়ানজুড় শহরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীর ভূমিকম্পটির উৎপত্তি। এতে সুনামির কোনো সম্ভাবনা তৈরি হয়নি।

সিয়ানজুড় শহরের প্রশাসনিক প্রধান হারমান শুহেরমান কম্পাসটিভি-কে জানিয়েছেন, ভূমিকম্পে ৭০০ জনের বেশি মানুষ আহত হয়েছে। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আরো বহুমানুষ চাপা পড়ে থাকায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

বিএমকেজি জানায়, ভূমিকম্পের পর থেকে পরবর্তী দুই ঘণ্টায় ২৫টি পরাঘাত রেকর্ড করা হয়েছে। ভারি বৃষ্টি হলে ভূমিধসের সম্ভাবনা আছে বলে সতর্ক করেছে তারা।

পূর্বপশ্চিমবিডি/এসএম

সংখ্যা,নিহত,ইন্দোনেশিয়া,ভূমিকম্প
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close