• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

পাকিস্তানে আইনের শাসন নেই: ইমরান খান

প্রকাশ:  ২৬ নভেম্বর ২০২২, ২১:৫৭ | আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ২২:৩৮
আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানে আইনের শাসন নেই বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও তেইরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। শনিবার (২৬ নভেম্বর) লং মার্চে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। খবর দ্য ডনের।

শরিফ ও জারদারি পরিবারের সমালোচনা করে ইমরান খান বলেন, জাতীয় স্বার্থ বাদ দিয়ে তারা নিজেদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে বিভিন্ন সিদ্ধান্ত ও নিয়োগ দিচ্ছে।

তিনি বলেন, আমার সাড়ে তিন বছরের শাসনামলে একটি বিষয় করতে ব্যর্থ হয়েছি সেটি হলো ক্ষমতাবানদের আইনের আওতায় আনতে।

দুঃখ প্রকাশ করে তেইরিক-ই-ইনসাফের চেয়ারম্যান বলেন, জাতীয় জবাবদিহি ব্যুরো ও অন্যান্য সংস্থাগুলো সত্যই আমার নিয়ন্ত্রণে ছিলো না। বরং অন্য কোথাও থেকে তারা আদেশ পেতো।

আগাম নির্বাচনের দাবিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে ফের লং মার্চ শুরু করেছে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ। ফের হামলার হুমকি থাকা সত্ত্বেও এতে যোগ দিয়েছেন তিনি।

সম্প্রতি আগাম নির্বাচনের দাবিতে রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে লং মার্চ শুরু করে পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফ। কিন্তু লং মার্চ চলাকালে দলটির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হন। এরপর এই পদক্ষেপ স্থগিত থাকলেও আবারো শুরু হয়েছে শনিবার।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ইমরান খান,শাসন,পাকিস্তান,আইন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close