• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||

ক্ষমতাচ্যুত হয়েই আটক পেরুর প্রেসিডেন্ট

প্রকাশ:  ০৮ ডিসেম্বর ২০২২, ১০:২৬
আন্তর্জাতিক ডেস্ক

লাতিন আমেরিকার দেশ পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাসিলোকে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেছেন দেশটির আইনপ্রণেতারা। ক্ষমতা হারানোর পরই অভ্যুত্থান চেষ্টার অভিযোগে তাকে আটক করেছে পুলিশ। এদিকে সংসদ ভাঙার কয়েক ঘণ্টার মধ্যে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছে ভাইস-প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্ত।

বুধবার (৭ ডিসেম্বর) এমনই নাটকীয় দিন পার করে পেরুর রাজধানী লিমা। দিনা পেরুর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

আগের দিন মঙ্গলবার (৬ ডিসেম্বর) কাসিলো বলেছিলেন যে তিনি কংগ্রেসের পরিবর্তে একটি ‘অসাধারণ জরুরি সরকার’ নিয়ে আসছেন। কিন্তু আইনপ্রণেতারা তা উপেক্ষা করে তাকে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেন।

সম্প্রতি পেরুর বিচারবিভাগ ঢেলে সাজানোর ঘোষণা দেন কাসিলো। কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি পেদ্রোর। উল্টো ‘সংবিধান পরিপন্থী অভ্যুত্থান চেষ্টায়’ ফেঁসে গেছেন তিনি। এ কারণে ক্ষমতা হারানোর পরপরই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

প্রেসিডেন্ট,ক্ষমতাচ্যুত,পেরু,আটক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close