• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||

দখলদাররা বাখমুত ধ্বংস করে দিয়েছে: জেলেনস্কি

প্রকাশ:  ১০ ডিসেম্বর ২০২২, ২০:০১
আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দখলদাররা বাখমুত ধ্বংস করে দিয়েছে। দনবাস শহর রাশিয়ার সৈন্যরা পোড়া ধ্বংসাবশেষে পরিণত করেছে।

শনিবার (১০ ডিসেম্বর) এক ভিডিও ভাষণে তিনি এ কথা বলেন।

একইদিন ইউক্রনের সৈন্যরা তাদের দেশের বেশ কয়েকটি অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, রকেট ও বিমানহামলার কথা জানিয়েছে। মস্কো এসব অঞ্চলগুলো নিজেদের দখলে নিতে চাইছে।

পরিস্থিতি তুলে ধরে জেলেনস্কি বলেন, বাখমুত, সোলেদার, ম্যারিইনকা, ক্রেমিননা- এমন কোনো স্থান নেই যা গোলার আঘাত ও আগুনে ধ্বংস হয়নি।

তিনি তার ভিডিওতে ধ্বংসের বিষয়টি পুরোপুরি স্পষ্ট করেননি।

ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন, শুক্র ও শনিবার এই দুই দিন দেশজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ২০টির মতো বিমান হামলা হয়েছে। ৬০টিরও বেশি রকেট হামলা হয়েছে।

ইউক্রেন সামরিক বাহিনীর মুখপাত্র ওলেকসান্দ্র স্তুপুন বলেন, বাখমুত জেলায় সবচেয়ে কার্যকরী লড়াই চলেছে। শহরটির ২০টিরও বেশি জনবহুল এলাকা হামলার শিকার হয়েছে।

তিনি জানান, ইউক্রেনের সৈন্যরা দোনেৎস্ক ও লুহানস্কে রাশিয়ার আক্রমণ প্রতিহত করেছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ধ্বংস,বাখমুত,দখল,ভলোদিমির জেলেনস্কি,ইউক্রেন,প্রেসিডেন্ট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close