• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

আফগান সীমান্তে ১ তালেবান সেনাসহ তিন পাকিস্তানি নাগরিক নিহত

প্রকাশ:  ১২ ডিসেম্বর ২০২২, ১২:৩২
পাকিস্তান

পাকিস্তানের চমান সীমান্তে আফগান বাহিনী ও পাকিস্তান বাহিনীর গুলি বিনিময়ের ঘটনায় এক আফগান তালেবান সেনা ও তিন পাকিস্তানি বেসামরিক নাগরিকসহ ১১ জন নিহত হয়েছেন। রোববার এ তথ্য জানায় পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং ও তালেবান। আলজাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়।

এ সময় বেসামরিক নাগরিকদের ওপর বিনা প্ররোচনায় চালানো এ হামলায় নিহতের ঘটনায় আফগান বাহিনীকে দায়ী করে পাকিস্তান। সম্প্রতি চমন সীমান্তে বেশ কয়েকটি প্রাণঘাতী ঘটনার পর তালেবান শাসকদের সঙ্গে পাকিস্তান সরকারের সম্পর্কে অবনতি হয়েছে।

এ ঘটনায় কান্দাহারের তালেবান গভর্নর ও সরকারের মুখপাত্র আতাউল্লাহ জাইদ সম্প্রতি সীমান্তে চেকপোস্ট নির্মাণ নিয়ে পাকিস্তানি বাহিনীর সঙ্গে তালেবানের দ্বন্দ্বের দিকে ইঙ্গিত করেন। চমন সীমান্ত সাধারণত আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার প্রধান বাণিজ্য রুট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।

কান্দাহার পুলিশের মুখপাত্র হাফিজ সাবের বলেন, এ ঘটনায় একজন আফগান সেনাসহ ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিকও ছিলেন।

পাকিস্তান সেনাবাহিনী জানায়, আফগান বাহিনীর গুলির ঘটনায় পাল্টা গুলি চালায় পাকিস্তানি বাহিনী। এ ঘটনায় কাবুলে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে।

কান্দাহারের তালেবান কর্মকর্তা বলেন, দুই পক্ষের আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে।

আফগান সীমান্ত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close