• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

মোদিকে ‘হত্যার হুমকি’: কংগ্রেস নেতা গ্রেপ্তার

প্রকাশ:  ১৩ ডিসেম্বর ২০২২, ১২:০৬
আন্তর্জাতিক ডেস্ক
রাজা পাতেরিয়া

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মধ্যপ্রদেশ রাজ্যের জ্যেষ্ঠ কংগ্রেস নেতা রাজা পাতেরিয়া। আজ মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এর আগে রাজা পাতেরিয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ক্ষোভ দেখা দেয়। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘সংবিধানকে রক্ষা করতে হলে নরেন্দ্র মোদিকে হত্যা করতে হবে।’ এরপরই এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। পরে অবশ্য পাতেরিয়া তার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, হত্যা বলতে তিনি নরেন্দ্র মোদিকে পরাজিত করার কথা বলেছেন।

এরপরই মধ্যপ্রদেশ সরকার রাজা পাতেরিয়ার বিরুদ্ধে মামলার নির্দেশ দেয়। পরে গতকাল সোমবার বিকেলে তার বিরুদ্ধে মধ্যপ্রদেশের পান্না জেলার পাওয়াই থানায় মামলা করা হয়।

এদিকে, রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভারত জোড়ো যাত্রা’র মধ্যে রাজা পাতেরিয়ার এমন বক্তব্যে চাপের মুখে পড়েছে কংগ্রেস।

পাতেরিয়ার বক্তব্যের নিন্দা জানিয়ে এবং রাহুল গান্ধীকে উদ্দেশ করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, যারা ‘ভারত জোড়ো যাত্রা’ করছে, তাদের আসল চেহারা বেরিয়ে আসছে।

গ্রেপ্তার,কংগ্রেস নেতা,ভারত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close