• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||

বিশ্বাসঘাতকদের খুঁজে বের করার নির্দেশ পুতিনের

প্রকাশ:  ২০ ডিসেম্বর ২০২২, ১৩:০২
আন্তর্জাতিক ডেস্ক

সীমান্তে নিরাপত্তা জোরদার, বিশ্বাসঘাতক ও গুপ্তচরদের খুঁজে বের করে তাদের মূল উৎপাটনে রাশিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (১৯ ডিসেম্বর) রাশিয়ায় নিরাপত্তা সেবা দিবসে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতি এমন নির্দেশনা দেন রুশ প্রেসিডেন্ট। খবর আল-জাজিরার।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস নিউজ জানায়, পুতিন নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন, সামরিক গোয়েন্দা, অন্যান্য গোয়েন্দা বাহিনীর সদস্যদের এখন সর্বোচ্চ মনোযোগ ও সংযম প্রয়োজন।

তিনি বলেন, বিদেশি গোয়েন্দাদের অপতৎপরতা বন্ধ করা, দ্রুত সময়ে বিশ্বাসঘাতক, গুপ্তচর ও নাশকতাকারীদের চিহ্নিত করার জন্য এটি প্রয়োজন। রাশিয়ার সীমান্তের নিরাপত্তাও আরো জোরদার করতে হবে।

ভ্লাদিমির পুতিন আরো বলেন, সীমান্ত লঙ্ঘন ও নাশকতা ঠেকাতে আমাদের যে শক্তি আছে তার সর্বোচ্চটা প্রয়োগ করতে হবে।

এছাড়া রাশিয়া ইউক্রেনের যেসব অঞ্চল অধিগ্রহণ করেছে সেসব অঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন তিনি। রুশ প্রেসিডেন্ট বলেন, তাদের (অধিকৃত অঞ্চলের বাসিন্দাদের) স্বাধীনতা ও অধিকার নিশ্চিতে সর্বোচ্চটা দেওয়া আপনাদের দায়িত্ব।

এদিকে গত কয়েকদিন রাশিয়ার মূল ভূখণ্ড ও অধিকৃত অঞ্চলে অবস্থিত রাশিয়ার সেনা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেনের সেনারা।

পূর্বপশ্চিমবিডি/এসএম

রাশিয়া,প্রেসিডেন্ট,ভ্লাদিমির পুতিন,বিশ্বাসঘাতক,নির্দেশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close