• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

থাইল্যান্ডে যুদ্ধজাহাজ ডুবি, ৬ মরদেহ উদ্ধার

প্রকাশ:  ২১ ডিসেম্বর ২০২২, ১০:৫৩ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১০:৫৭
আন্তর্জাতিক ডেস্ক

থাইল্যান্ডের দক্ষিণপূর্ব উপকূলে ডুবে যাওয়া নৌবাহিনীর যুদ্ধজাহাজ এইচটিএমএস সুখোথাই এর ছয় নাবিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, মধ্য উপকূলীয় এলাকায় ড্রোন, জাহাজ ও হেলিকপ্টার দিয়ে চালানো হচ্ছে উদ্ধার কাজ। এখনো নিখোঁজ রয়েছেন ২৩ জন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির নৌবাহিনী।

এর আগে ৭৬ মিটার লম্বা কর্ভেট এইচটিএমএস সুখোথাই দক্ষিণপূর্ব থাইল্যান্ডের পূর্ব অংশে তার নিয়মিত টহলের দ্বিতীয় দিন রোববার (১৮ ডিসেম্বর) রাতে ঝড়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর ১০৫ জন ক্রু নিয়ে জাহাজটি ডুবে যায়। এ ঘটনায় ৩১ জন নাবিক নিখোঁজ ছিলেন।

দেশটির নৌবাহিনীর চিফ অব স্টাফ অ্যাডমিরাল চোনলাথিস নাভানুগ্রহ জানায়, জাহাজটি ডুবে যাওয়ার ৪১ ঘণ্টা পর সর্বশেষ এক ব্যক্তিকে খুঁজে পাওয়া গেছে এবং তিনি বেঁচে আছেন। তাই আমরা ধারণা করছি, সেখানে যারা এখনো জীবিত আছেন, আমরা তাদের জন্য অনুসন্ধান চালিয়ে যাবো।

পূর্বপশ্চিমবিডি/এসএম

উদ্ধার,মরদেহ,থাইল্যান্ড,যুদ্ধজাহাজ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close