• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট

প্রকাশ:  ২১ ডিসেম্বর ২০২২, ১৫:১০
আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন। বুধবার (২১ ডিসেম্বর) ওয়াশিংটনের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার। হিলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সফরটিতে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করবেন এবং কংগ্রেসে ভাষণ দিতে পারেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সফর নিয়ে দুই দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) ডেমোক্র্যাট হাউসের স্পিকার ন্যান্সি পেলোসি কংগ্রেস সদস্যদের বুধবার রাতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র কিয়েভকে বিলিয়ন ডলার সামরিক ও মানবিক সহায়তা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মস্কোর বিরুদ্ধে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

সফর,যুক্তরাষ্ট্র,প্রেসিডেন্ট,ইউক্রেন,ভলোদিমির জেলেনস্কি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close