• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||

নরেন্দ্র মোদির সঙ্গে জেলেনস্কির ফোনালাপ

প্রকাশ:  ২৬ ডিসেম্বর ২০২২, ২৩:১৩
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এসময় তিনি শান্তি ফর্মুলা বাস্তবায়নে তার সাহায্য চেয়েছেন। খবর আল-জাজিরার।

টুইটারে জেলেনস্কি লিখেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমার ফোনালাপ হয়েছে। সফল জি-২০ প্রেসিডেন্সির জন্য তাকে শুভকামনা জানিয়েছি।

তিনি লেখেন, এই প্ল্যাটফর্মে আমি পিস ফর্মুলা ঘোষণা দিয়েছিলাম। এখন তা বাস্তবায়নে ভারতের অংশগ্রহণ প্রয়োজন। জাতিসংঘে মানবিক সাহায্য এবং সমর্থনের জন্যও ধন্যবাদ জানিয়েছি।

এদিকে, ইউক্রেন জাতিসংঘ থেকে রাশিয়াকে সরানোর দাবি তুলেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘ সনদ অবমাননার অভিযোগ তুলেছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নরেন্দ্র মোদি,ভারত,প্রধানমন্ত্রী,ভলোদিমির জেলেনস্কি,ইউক্রেন,প্রেসিডেন্ট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close