• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা মারা গেছেন

প্রকাশ:  ৩০ ডিসেম্বর ২০২২, ০৯:৫২
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি শুক্রবার (৩০ ডিসেম্ব) ভোররাতে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৯ বছর।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হীরাবেন মোদিকে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিলো আর সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পশ্চিম বঙ্গে অবস্থানরত প্রধানমন্ত্রী মোদি ইতোমধ্যে গুজরাটের উদ্দেশে রওনা হয়েছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘মহিমান্বিত একশটি বছর পর ভগবানের পদতলে শ্রদ্ধায় অবনত হয়ে বিশ্রাম নিতে গিয়েছেন মা’।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও উৎসবের আগে আশীর্বাদ নিতে প্রায়ই মায়ের সঙ্গে দেখা করতেন।

মায়ের জীবন এবং উৎসর্গের মানসিকতা তার মন, ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস তৈরিতে বিশেষ অবদান রেখেছে বলে ১৮ জুন মায়ের ৯৯তম জন্মদিনে লেখেন নরেন্দ্র মোদি। মোদি লেখেন, ‘অসাধারণ হলেও আমার মা ছিলেন একজন সাধারণ নারী। আর সব মায়ের মতোই।’

ডিসেম্বরের ৪ তারিখে নরেন্দ্র মোদিকে নিজ রাজ্য গুজরাটের বিধানসভা নির্বাচনের সময় সবশেষ মায়ের সঙ্গে দেখা গিয়েছিলো। হীরাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছোট ভাই ও তার পরিবারের সঙ্গে থাকতেন।

এদিকে, বিভিন্ন রাজনীতিবিদ ও মন্ত্রীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মায়ের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মা,নরেন্দ্র মোদি,ভারত,প্রধানমন্ত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close