• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||

মোদি সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত সঠিক: ভারতের সুপ্রিম কোর্ট

প্রকাশ:  ০২ জানুয়ারি ২০২৩, ১৯:৫৯
আন্তর্জাতিক ডেস্ক

২০১৬ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত বৈধ ও সঠিক ছিলো। সোমবার (২ জানুয়ারি) এ কথা জানিয়ে দিয়েছেন দেশটির শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট।

বিচারপতি এস আব্দুল নাজির, বি আর গবাই, এ এস বোপান্না, ভি রামা সুব্রামনিয়াম, বি ভি নাগরত্না- নিয়ে গঠিত ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চের ৪ সদস্যই সরকারের পক্ষে রায় দিয়েছে।

একমাত্র নারী বিচারপতি বি ভি নাগরত্নার অভিমত ছিলো সরকারের নোট বাতিলের এই সিদ্ধান্ত সঠিক নয়। এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিলো আরবিআই’র। এক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ করার কোনো এখতিয়ার ছিলো না। যদিও ৪:১ রায়ের প্রেক্ষিতে নোট বাতিলের সিদ্ধান্ত সঠিক বলে সিলমোহর পড়েছে। কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যে পিটিশনগুলি জমা পরে, তা খারিজ করে দিয়ে আদালতের সংখ্যাগরিষ্ঠ বেঞ্চের অভিমত ‘নোট বাতিল এর আগে কেন্দ্র ও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) এর মধ্যে আলোচনা হয়েছিলো। এই ধরনের ব্যবস্থা আনার জন্য একটি যুক্তিসঙ্গত সম্পর্ক ছিলো। কোনো স্বৈরাচারী ভাবধারা এই সিদ্ধান্ত প্রভাবিত হয়নি’।

শীর্ষ আদালতের আরো বক্তব্য, নোট বাতিল করার জন্য আরবিআই’র কোনো স্বাধীন ক্ষমতা নেই। কেন্দ্র এবং আরবিআই এর মধ্যে দীর্ঘ এই আলোচনার পরে নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো এবং অর্থনৈতিক নীতি হওয়ায় এই সিদ্ধান্তটি আর বদল করা যাবে না।

উল্লেখ্য, ২০১৬ সালে কেন্দ্রীয় সরকার ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করে। এরপর নতুন ৫০০ ও ২০০০ রুপির নোট চালু করা হয়। অন্যদিকে ১০০০ রুপির নোট পুরোপুরি তুলে দেওয়া হয়। নোট বাতিল ঘোষণার পর গোটা দেশে তোলপাড় পড়ে যায়।

পূর্বপশ্চিমবিডি/এসএম

সুপ্রিম কোর্ট,ভারত,সিদ্ধান্ত,নোট বাতিল,সরকার,নরেন্দ্র মোদি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close