• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

শীতে কাঁপছে ভারত, দিল্লিতে সর্বনিম্ন ১ দশমিক ৯ ডিগ্রি

প্রকাশ:  ০৮ জানুয়ারি ২০২৩, ১৩:৫১
আন্তর্জাতিক ডেস্ক

শীতে কাঁপছে পুরো ভারত। রোববার (৮ জানুয়ারি) দেশটির সর্বনিম্ন তাপমাত্রা ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে দিল্লিতে।

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)’র বরাতে এনডিটিভি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

আইএমডি জানায়, রোববার উত্তর ভারতের কিছু অংশে শৈত্যপ্রবাহ বইছে। দিল্লির আয়া নগরেও সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যেখানে লোধি রোডে ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং পালামে ৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

দিল্লি এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানায়, অন্তত ২০টি ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে ঘনকুয়াশার কারণে।

এদিকে, উত্তরাঞ্চল রেলওয়ের এক মুখপাত্র জানান, ৪২টি ট্রেন অন্তত এক থেকে ৫ ঘণ্টা পর্যন্ত দেরিতে পৌঁছেছে গন্তব্যে ঘনকুয়াশার কারণে। সূত্র: এনডিটিভি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

দিল্লি,শীত,ভারত,সর্বনিম্ন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close