• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

নেপালে ৭২ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত, ৪০ মরদেহ উদ্ধার

প্রকাশ:  ১৫ জানুয়ারি ২০২৩, ১৪:০৯
নিউজ ডেস্ক

নেপালের পোখারায় কাঠমান্ডুভিত্তিক ইয়েতি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ৭২ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৪০ আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার স্থানীয় সময়য় সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসি ও এনডিটিভির।

নেপালের সিভিল এভিয়েশন অথরিটির তথ্য অনুযায়ী, ইয়েতি এয়ারলাইন্সের ৯এন-এএনসি এটিআর-৭২ বিমানটি কাঠমান্ডু থেকে স্থানীয় সময় সকাল ১০টা ৩৩ মিনিটি উড্ডয়ন করে। উড্ডয়নের ২০ মিনিটের মধ্যে পোখরা বিমানবন্দরে অবতরণের সময় পুরাতন বিমানবন্দর ও নতুন বিমানবন্দরের মাঝামাঝি সেতি নদীর তীরে বিমানটি বিধ্বস্ত হয়।

সংস্থাটির মুখপাত্র সুদর্শন বারতৌলা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আরোহীদের মধ্যে ৬৮ জন যাত্রী ও চার ক্রু সদস্য রয়েছেন। উদ্ধার অভিযান চলছে। এ ঘটনায় কেউ বেঁচে আছেন কিনা, এখনই বলা যাচ্ছে না।’

যাত্রীদের মধ্যে ৫৩ নেপালি, পাঁচ ভারতীয়, চার রুশ ও দুই কোরিয়ান নাগরিক ছিলেন। এ ছাড়া আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্সের একজন করে যাত্রী ছিলেন।।

এক স্থানীয় কর্মকর্তার বরাতে এনডিটিভি জানায়, বিধ্বস্ত হওয়ার পর বিমানে আগুন ধরে যায়। উদ্ধারকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

বিবিসি জানায়, দুর্ঘটনাস্থলে প্রায় ২০০ নেপানি সেনা উদ্ধার কাজে নিয়োজিত আছেন।

সেনাবাহিনীর একজন মুখপাত্র রয়টার্সকে বলেন, 'আরও মরদেহ পাওয়া যেতে পারে। বিধ্বস্ত হওয়ার পর বিমানটি 'টুকরো টুকরো হয়ে গেছে'।

এদিকে এ দুর্ঘটনার পর পর মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন নেপালি প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল। একইসঙ্গে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে উদ্ধার কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।

নেপাল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close