• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

কাবুলে আততায়ীর গুলিতে নিহত সাবেক আফগান এমপি

প্রকাশ:  ১৬ জানুয়ারি ২০২৩, ০৯:০৭ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১০:০৭
নিউজ ডেস্ক

কাবুলে নিজ বাসভবনে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন সাবেক এক আফগান নারী সংসদ সদস্য (এমপি) ও তার দেহরক্ষী। নিহত ওই সংসদ সদস্যের নাম মুরসাল নাবিজাদা। বিবিসির এক প্রতিবেদনে এমনটা জানা যায়।

তালেবানের ক্ষমতা গ্রহণের পর তিনি কাবুলেই বসবাস করে আসছিলেন। তার ওপর হামলার সময় তার ভাই ও অপর এক দেহরক্ষী আহত হয়েছেন।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানান, এ ঘটনার তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

নাবিজাদা আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারের বাসিন্দা ছিলেন। ২০১৮ সালে তিনি কাবুল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তালেবানের ক্ষমতায় ফিরে আসা পর্যন্ত ছিলেন।

তিনি প্রতিরক্ষাবিষয়ক সংসদীয় কমিটির সদস্য, মানবসম্পদ ও উন্নয়ন এবং গবেষণা কেন্দ্রে কর্মরত ছিলেন।

আফগানিস্তানের পশ্চিমা সমর্থিত সাবেক সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহ জানান, নাবিজাদার মৃত্যুর খবরে তিনি অত্যন্ত ব্যথিত। তিনি আশা করেন, অপরাধীরা শাস্তির মুখোমুখি হবে।

কাবুল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close