• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মিসরে বিক্ষোভে অংশ নেওয়ায় ৩৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশ:  ১৭ জানুয়ারি ২০২৩, ১১:৫০
আন্তর্জাতিক ডেস্ক

মিসরে প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ এল-সিসির সরকারের বিরুদ্ধে ২০১৯ সালে বিক্ষোভে অংশ নেওয়ায় ৩৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ড দেওয়া ৩৮ জনের মধ্যে ২৩ জন বিচারের সময় অনুপস্থিত ছিলেন।

রোববার (১৫ জানুয়ারি) দেশটির এক সামরিক আদালত এ আদেশ দেয়।

২০১৩ সালে অভ্যুত্থানের মাধ্যমে মোহাম্মদ মুরসি সরকার উৎখাতের পর প্রেসিডেন্ট হন এল-সিসি। এরপর পুলিশের অনুমোদন ছাড়া বিক্ষোভ আয়োজনের উপর নিষেধাজ্ঞা দিয়ে একটি আইন পাস করা হয়। ২০১৯ সালে এল-সিসি ও সামরিক এলিটদের দুর্নীতির বিরুদ্ধে মিশরের কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছিলো। এগুলো আয়োজনে পুলিশের অনুমোদন ছিলো না।

সুয়েজ শহরে এমনই এক বিক্ষোভে অংশ নিয়ে নিরাপত্তা বাহিনী ও সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংঘাত উসকে দেওয়ার দায়ে রোববার ৩৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ৪৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে শিশুও আছে। তাদেরকে পাঁচ থেকে ১৫ বছর মেয়াদি কারাদণ্ড দেওয়া হয়েছে৷

পূর্বপশ্চিমবিডি/এসএম

কারাদণ্ড,যাবজ্জীবন,বিক্ষোভ,মিসর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close